Skip to content
Home » Bunojahaj Kobita Lyrics (বুনোজাহাজ কবিতা) Probar Ripon

Bunojahaj Kobita Lyrics (বুনোজাহাজ কবিতা) Probar Ripon

Share with your Friends

বুনোজাহাজ কবিতা প্রবর রিপন-এর গোধুলী ক্যাবারে কাব্যগ্রন্থ্য থেকে নেয়া হয়েছে। Bunojahaj Kobita Lyrics by noroker kobi Probar Ripon, he also a good actor and being famous from the Bangla natok “Je Jibon Foring Er”. বুনোজাহাজ কবিতা আবৃতি করেছেন অনেকেই – Bunojahaj Kobita by Probar Ripon who is the vocalist of Sonar Bangla Circus band. প্রবার রিপনের কবিতা বুনোজাহাজ – গোধুলী ক্যাবারে । প্রবর রিপনের বুনোজাহাজ কবিতার কথা বা লিরিক্স পাবেন এখানে । Bangla Poem – Bunojahaj by Probar Ripon

bunojahaj kobita by probar ripon from godhuli cabare

Bunojahaj Kobita Lyrics by Probar Ripon:

এই খােলা প্রান্তরে বুনােতাস পাথরের রঙে
স্থবির জীবনের গায়ে বাড়ি মারছে,
জানিয়ে দিতে – এই পাথরের নিচে যত অন্ধকার
তত অন্ধকার ছিলো না কোনো রাতের শরীরে
এমনকি কোনাে মরাজঙ্গলের শেষ নিঃশ্বাসের গভীরেও।
আমাকে এবার উঠে দাঁড়াতেই হবে
মরা সিংহটা তার শব থেকে আবার উঠে দাঁড়ানাের আগেই।
আমাকে এখন যেতে হবে সেইসব গ্রামে
যেখানে রক্ত-ঝর্নার করাল স্রোতে ধুয়ে গেছে শিশুদের হাসি,
ঝর্নার দেহে পালকের মতাে ভেসে বেড়ানাে শিশুদের হাসি কুড়িয়ে নিয়ে।
ফিরে আসবাে তােমাদের শহরে
শহুরে শিশুদের মুখে এঁকে দেবাে সেই হাসির অমর নৃত্য।

জানি পথ নয়, পথের শেষের উঁচু শিখরও নয়
আমাদের পা ক্ষয়ে গেছে যুগান্তরের নােনাজলে ।
এসাে হাত বাড়াও,
দেখাে মৃত্যুর পর সিসিফাস ফুটে আছে বুনােফুলে !
এসাে বাড়িয়ে দাও তােমার হৃদয়
তােমার নতুন জন্ম দুলছে –
ভুল স্বীকার করে নেওয়া সময়ের দোলনায় ।

আমার বােনেরা, তােমাদের সুনিপুণ দেহের ভাঁজে ভাঁজে
পড়ে আছে হালভাঙা জাহাজ, মাস্তুলের অবসাদ !
অমন তরুণ প্রেমিকদের অকাল মৃত্যু,
সে তাে তােমাদের আর তােমাদের শিশুর মৃত্যুর সমান !
তােমাদের দেহের ঐ তীব্র সুষমা
ঢেলে দাও সাগরের ঢেউয়ের নিষ্প্রাণ ফণায়;
উত্তাল হােক সাগর, ধেয়ে যাক প্রাণের জাহাজ,
দূরের সেই দ্বীপ তাে আর দ্বীপ নয় এখন –
সে যে এক ভয়াল দূর্গপুরী !
জীবন যদি খােলা প্রান্তরে পাথরের মতাে
এভাবে পড়ে থাকে স্থবির
কে ভাঙবে সেই দূর্গের অটল গাঁথুনি ?
দূর্গ দৃঢ় হয় ভেঙে পড়তে, স্থায়ী হবার জন্য নয়।

জীবন, জানি তুমিই সেই বুনােবাতাস –
চিরকাল তুমি বুনাে জঙ্গলের হৃদয়
জানি সূর্যের পথে মানুষের আদিম পুরুষের মৃত্যু হয়েছিলাে
তার হৃদয়ের গুপ্ত ভয়ে, জড়তায়।
দেখাে আজো সমুদ্র নীল হয় দিগন্তের শূন্যতার আতঙ্কহীনতায়,
সংকোচ আর দুর্ভাবনায় হয়াে না আর দূর্গের সহায়।
তুমি পাথর কেননা তােমার আত্মার আশকারায় দাঁড়িয়ে আছে হিমালয়,
তুমি পাথর তবে পাথরের শিরায় ছুটে চলা রক্ত সে তাে স্থবির নয়,
এরপর বুনােবাতাস আসবে আঘাত দিতে তােমার গায়;
যেন সে জানিয়ে দিতে এসেছে,
তােমার নিচে চাপা পড়া অন্ধকারে
যত মুক্তির পাখির ডানার আস্ফালন ;
তত পাখি কোনােদিনও দ্যাখেনি কোনাে মহাসমুদ্রের আকাশ।

আরোও কবিতাঃ
Hydrogen Boma Kobita (হাইড্রোজেন বোমা কবিতা) Probar Ripon
Bertho Manush Kobita Lyrics (ব্যর্থ মানুষ) Probar Ripon
Tomare Peye Gele Birat Somossa Hoya Jaito Kobita Lyrics by Pritom K Paul
Sports Car Kobita (স্পোর্টস কার) Probar Ripon

বুনোজাহাজ কবিতা – প্রবর রিপনঃ

Ei khola prantore bunobatash pathorer ronge
Sthobir jiboner gaye bari marche
Janiye dite – ei pathorer ncihe joto ondhokar
Toto ondhokar chilo na kono rater shorire
Amonki kono morajongoler shesh niswasher govireo
Amake ebar uthe daratei hobe
Mora singhota tar shob theke abar uthe daranor agei
Amake ekhon jete hobe sisob grame
Jekhane rokto jhorrnar koral srote dhuye geche shishuder hasi,
Jhorrnar dehe paloker moto vese berano shishuder hasi kuriye niye
Fire asbo tomader shohore
Shohure shishuder mukhe eke debo si hasir omor nrritto

বাংলা কবিতা – বুনোজাহাজ, প্রবার রিপনের কবিতাটি নেয়া হয়েছে গোধুলী ক্যাবারে কাব্যগ্রন্থ্য থেকে।


Share with your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *