Skip to content
Home » Bertho Manush Kobita Lyrics (ব্যর্থ মানুষ) Probar Ripon

Bertho Manush Kobita Lyrics (ব্যর্থ মানুষ) Probar Ripon

Share with your Friends

Bertho Manush Kobita by Probar Ripon from Godhuli Kabare
Godhuli Kabare – Ami Prochondo Bertho Manush Probar Ripon
ব্যার্থ মানুষ । প্রবার রিপনের কবিতা । probar ripon natok | je jibon foring er | sonar bangla circus

Ami prochondo ek bertho manush tomar theke dure jaoa holo na kobita lyrics is taken from Probar Ripon Book “Godhuli Kabare” released in 2022 Ekushey Boi Mela. Probar Ripion is the main vocalist, songwriter at Sonar Bangla Circus Band. আমি এক প্রচন্ড ব্যর্থ মানুষ কবিতাটি নেয়া হয়েছে প্রবর রিপন-এর গোধুলি ক্যাবারে কাব্যগ্রন্থ থেকে। Buy “Godhuli Kabare” poem book from Rokomari.com

কবিতাঃ ব্যার্থ মানুষ
কবিঃপ্রবর রিপন
কাব্যগ্রন্থঃগোধুলী ক্যাবারে

Bertho Manush Kobita Lyrics in Bengali:

আমি প্রচন্ড ব্যর্থ মানুষ;
তোমার থেকে দূরে যাওয়া
হলো না এখনো-
কাউকে খুন করা হলো না
এমনকি নিজেকেও
আমি প্রচন্ড এক ব্যর্থ মানুষ;
এতোই ব্যর্থ যে ব্যর্থতাই শুধু সফলতা আমার !

আমি প্রচন্ড ব্যর্থ মানুষ,
আঙুলের স্পর্শে সমুদ্রকে করি মরুভূমি,
সিংহ পুষতে গিয়ে
নিজেই হলাম মরা ইঁদুর,
শুশ্রূষায় গিয়ে নার্সদের বানালাম রোগী,
অনেক চেষ্টা করেও হতে পারিনি উঁচু বিল্ডিং ;
আমি এতই ব্যর্থ যে
হতে পারিনি কোনো ব্যাংকের গেটে বাঁধা কুকুর ।

আমি প্রচন্ড ব্যর্থ মানুষ,
রাস্তার ঝাড়ুদার ঝাড়ু দিয়ে ফেলে দিলো নর্দমায় ,
তীর্থরা আমার কঙ্কাল দেখে ডুব দিলো মরণগঙ্গায় !
আমি প্রচন্ড ব্যর্থ মানুষ;
তাই পাতার পোশাকের চেয়ে শেকল তোমার প্রিয়,
আমি প্রচন্ড ব্যর্থ পাখি;
ডানা খুলে রেখে উড়তে চেয়েছি তোমার সাথে ;
আমি প্রচন্ড ব্যর্থ মানুষ
কেননা নিজেকে বোকা বানানোর জন্য
মানুষের হাতে থাকে আস্ত একটা জীবন।

আমি প্রচন্ড ব্যর্থ মানুষ
গিটার বেচে দাঁড়ালাম লবণের দোকানের লাইনে ।
গান শুকিয়ে গিয়েছিল আমার কন্ঠে,
যেমন গ্রীষ্মে লবণ শুকিয়ে যায় মাটির আড়ালে ।
আমি প্রচন্ড ব্যর্থ মানুষ
রাণীর তেলমাখানো শরীরে হতে পারিনি বানর
অঙ্কও মেলেনি, পড়ে আছি দুরুহ অঙ্কের ভুল কবরে ;
তোমার কাছে যাবার সময় পারিনি পেছনে ছুরি লুকোতে
বরং আমাকে দেখতে ধারালো ছুরির মতই লাগছিল !!

আমি প্রচন্ড ব্যর্থ মানুষ
সমুদ্র শারস দেখে বলতে পারিনি “আহ ! কী সুস্বাদু মাংস !”
হিমালয়ের গ্লেসিয়ারের দিকে তাকাতে পারিনি অগ্নিদৃষ্টিতে,
আমাকে এবার নিশ্চয় ভেসে যেতে হবে এই অপরাধে ;
আমি প্রচন্ড ব্যর্থ মানুষ
শেয়ার বাজারে নেই আমার আত্মার কোনো শেয়ার,
আমি, আমি প্রচন্ড ব্যর্থ মানুষ
এখনো হতে পারিনি কোনো রাজার ঘাতক।
ভ্যানগগের খুনী পিস্তলের সাথেও হলো না তো বন্ধুত্ব !

আমি ব্যর্থ, ব্যর্থ, প্রচন্ড ব্যর্থ মানুষ
এতই ব্যর্থ যে ব্যর্থতাই একমাত্র সফলতা আমার ;
ব্যর্থতা থেকে মুক্তি দিতে যে ছুরি দিয়ে
তুমি চেষ্টা করো মেরে ফেলতে আমাকে ;
তুমি চলে যাওয়ার পরে সেই ছুরি দিয়ে
শল্যবিদের মতো বাঁচিয়ে তুলি নিজেকে
আর এই আকাঙ্ক্ষাই চূড়ান্ত ব্যর্থ করে আমাকে ।
আমি প্রচন্ড ব্যর্থ মানুষ
একদিন সেই ছুরি দিয়েই নিজেকে কেটে টুকরো করে
তুলে দেব, তোমার রাতের খাবার টেবিলে,
তুমি টের পাবে, ব্যর্থ মানুষের মাংসের কি দারুন স্বাদ !
আর আমি টের পাবো এক প্রচন্ড ব্যর্থ মানুষ
কারো পাকস্থলীর জারক রসে কিভাবে নিঃশ্বেষ হয়ে যায় !

Probar Ripon write “Ami Prochondo Bertho Manush” kobita, he has also acted on “je jibon foring er” Bangla natok, and vocalist at Sonar Bangla Circus. ব্যার্থ মানুষ • প্রবর রিপনের কবিতা আবৃতি করেছেন মাহবুবুর রহমান টুনু #bangla_kobita #bangla_poem
Read More:
তোমারে পেয়ে গেলে বিরাট সমস্যা হয়ে যাইতো – প্রিতম কে পালের কবিতা
Ami Shunechi Sedin Tumi (আমি শুনেছি সেদিন তুমি) Moushumi Bhowmik


Share with your Friends

2 thoughts on “Bertho Manush Kobita Lyrics (ব্যর্থ মানুষ) Probar Ripon”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dark Mode